avertisements
Text

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে এফবিসিসিআই এর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১৬ অক্টোবর, সোমবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের একটি প্রতিনিধিদল ১৫ অক্টোবর (রবিবার) ঢাকার মতিঝিলে এফবিসিসিআই আইকনে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খান রতন। 

 প্রতিনিধি দলের সদস্যরা বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তাদের ব্যবসা করার বিশাল সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। গার্মেন্টস, গম, চিকিৎসা, আইসিটি, পর্যটন ও আতিথেয়তা, শিক্ষা অস্ট্রেলিয়ায় ব্যবসা করার জন্য সম্ভাব্য খাত হতে পারে। প্রতিনিধি দলটি বাণিজ্য সম্পর্কিত তথ্য প্রদানকারী দেশগুলির মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করতে এফবিসিসিআইকে সহযোগিতার আহ্বান জানায়। 

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ। এখানে বিশাল উন্নয়ন হয়েছে এবং গত ১৫ বছরে বেসরকারি খাত অর্থনীতির চাবিকাঠি হিসেবে কাজ করছে। মাহবুবুল আলম অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে কাজ করার আহ্বান জানান। 
 
এফবিসিসিআই সহ-সভাপতি ড. যশোদা জীবন দেব নাথ, পরিচালক হাফেজ হাজী হারুন-অর-রশিদ (সিআইপি), নিয়াজ আলী চিস্তি, কাউসার আহমেদ, মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই ইন্টারন্যাশনাল উইংয়ের প্রধান রাষ্ট্রদূত মসুদ মান্নান এনডিসি এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক নাজমুল হাসান, মোহাম্মদ রহমান (টিপু), বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর পিটার স্কেলেপারিস এ সময় উপস্থিত ছিলেন।

avertisements