avertisements
Text

বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ -আফজাল হোসেন

| প্রকাশ: ১ সেপ্টেম্বর, শনিবার, ২০১৮ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

সাবেক ছাত্রলীগ নেতা,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সূর্যসেন হলের সাবেক ভিপি  এবং বাংলাদেশ আওয়ামী  লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ কেবল মাত্র জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই ৭৫ সালে যে অপবাদ দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল   সে গুলো আজ মিথ্যা প্রমানিত হয়েছে এবং প্রকৃত  সত্যগুলো দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে। আজ বঙ্গবন্ধুর ৭ই মার্চের  ভাষন বিশ্বের শ্রেষ্ঠ ভাষন হিসাবে স্বীকৃতি পেয়েছে অথচ বঙ্গবন্ধু হত্যার পর একটা প্রজন্ম তৈরি করা হয়েছে যাদেরকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে দেওয়া হয়নি। এই স্বাধীনতাবিরোধীরা শক্তি যখনই ক্ষমতায় আসে তখন দেশ পিছিয়ে যায়। স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।

 

 আমাদের সৌভাগ্য আমরা একজন বঙ্গবন্ধু আর একজন শেখ হাসিনা পেয়েছি। জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর  তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দরদ নিয়ে দেশ পরিচালনা করেন বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। অন্যরা ক্ষমতায় এলে লুটপাট করে। আগামী নির্বাচনে ও  শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য দেশে বিদেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

গত ৩১  আগষ্ট  সিডনির স্থানীয় একটি রেস্টুরন্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী  লীগ সিডনি,   অস্ট্রেলিায়া কতৃক তাঁর জীবনী নিয়ে  এক  আলোচনা সভা  ও দোআ মাহফিলে   প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী  লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদকফয়সাল আজাদ ও সাংগঠনিক সম্পাদক  আইজিদ আরাফাত অরূপের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির  উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং  বিশিষ্ট আইনজীবি ও  আওয়ামী  লীগ  অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হক। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৫  এর সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।

বক্তব্য রাখেন আওয়ামী  লীগ সিডনি শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন লাল্টু , ছাত্রলীগ নেতা মোঃ এহসান হাবিব সিয়াম, আওয়ামী  লীগ সিডনি শাখার   কৃষি ও সমবায় বিষয় সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ফুয়াদ শিহাব, সহ সভাপতি  জহিরুল ইসলাম,  অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, বিশিষ্ট আইনজীবি নির্মাল্যয় তালুকদার, অস্ট্রেলিয়া যুবলীগের  সহ সভাপতি   ডঃ লাভলী রহমান  , আওয়ামী  লীগ সিডনি  উপদেষ্টা রহমত উল্লাহ, আওয়ামী  লীগের  অস্ট্রেলিয়া শাখার  সাংগঠনিক সম্পাদক  এস এম দিদার হোসেন এবং মোসলেহুর রহমান খুশব, কোষাধ্যক্ষ আসরাফুল আলম লাবু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি শিকদার, কাউন্সিলর রাজ দত্ত,   বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ রতন কুণ্ডু, লেখক  ও শিক্ষাবিদ ডঃ কাইউম পারভেজ প্রমুখ।

বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কারবালা  থেকে ১৫ আগষ্টের হত্যাকাণ্ড ছিল আরো বেশি পৈশাচিক ও নির্মম কারন কারাবালাতে কোন গর্ভবতী নারী বা শিশুকে হত্যা করা হয়নি। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ , আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আজ   বঙ্গবন্ধু নেই আছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো বেশি গণমানুষের দল পরিচালনার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

আওয়ামী  লীগের  অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হক বলেন, বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে । তিনি এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য । একটি থেকে আরেকটি পৃথক করা যাবে না। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন তা আমাদের প্রানের নেত্রী  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না।

সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন বলেন, আগস্ট শুধু  শোকের মাস নয় শক্তির ও মাস। আপনারা যারা প্রবাসে বঙ্গবন্ধুর ভাস্কার্য নির্মান করে আমাদেরকে গর্বিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনার সৎ দক্ষ নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি। 

সভাপতির বক্তব্যে গাউসুল আলম শাহজাদা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিজয়ী করতে   আওয়ামী  লীগ সিডনি শাখা সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শোক দিবসের এই অনুষ্ঠান সফল করার জন্য  কেন্দ্রীয় নেতা সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

avertisements