avertisements
Text

অস্ট্রেলিয়ায় বৃষ্টি চেয়ে নামাজ ও দোয়া

| প্রকাশ: ৪ জানুয়ারি, শনিবার, ২০২০ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতি মোকাবিলায় তিন হাজার সেনা মোতায়েন করার প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আজ শনিবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে তিন হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। এছাড়া চারটি পানি-ছিটানো প্লেনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

তাপমাত্রা ক্রমশ বাড়ছে অস্ট্রেলিয়ায়। এখানকার সব স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সেই সঙ্গে বইছে প্রবল ঝড়ো হাওয়া। সেপ্টেম্বর থেকে দাবানলে এ পর্যন্ত অন্তত ২৩ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে কয়েক ডজন মানুষ। পুড়ে গেছে ১৫শ’র বেশী বসতবাড়ি। আগুনের তীব্রতা বাড়তে থাকায় এ সপ্তাহে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্য দু’টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলবর্তী এলাকা ছাড়ছেন অসংখ্য মানুষ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তিনিই আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা (বায়ু) মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছে আকাশে ছড়িয়ে দেন এবং তাকে (মেঘমালাকে) স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও যে, তার মধ্য হতে বৃষ্টিধারা নির্গত হয়। তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছে তা (বৃষ্টি) পৌঁছান; তখন তারা আনন্দিত হয়।’ (সুরা রুম, আয়াত: ৩৮)

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘তুমি কি দেখ না, আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তারপর তা একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন, অতঃপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বারিধারা।’ (সুরা নুর, আয়াতঃ ৪৩)।

আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে দোয়া করা সুন্নত। আরবিতে এটাকে ‘ইসতিসকা’ বা ‘সিক্তকরণের দোয়া’ বলা হয়। বৃষ্টি প্রার্থনায় সম্মিলিতভাবে জামাতে দুই রাকাত নামাজও আদায় করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইসতিসকা’। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মুসল্লিরাও তখন দোয়া-প্রার্থনা করেন।

‘আবদুল্লাহ ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) নামাজের নির্ধারিত স্থানে গিয়ে ইসতেসকার নামাজ পড়লেন। যখন কেবলামুখী হলেন, তখন তিনি তার চাদরটা উল্টিয়ে নিলেন।’ (মুসলিম, হাদিস নং: ১৯৪৭)
অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) একদিন ইস্তেসকার উদ্দেশে বের হলেন। তিনি লোকদের দিকে পিঠ রেখে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবং কেবলার দিকে মুখ করে তার চাদরটা উল্টিয়ে নিলেন। অতঃপর তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন। (মুসলিম, হাদিস নং: ১৯৫০)

গরমে পুড়ছে সারা অস্ট্রেলিয়া দেশ। প্রচণ্ড- তাপদাহে হাঁপিয়ে উঠছে জনজীবন। অনলবর্ষী এ রোদ্দুরে বৃষ্টি নেমে এলে স্বস্তি মিলবে। তাই অস্ট্রেলিয়ায় বসবাসরত সমগ্র মুসলিম সম্প্রদায়কে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে ‘ইসতিসকা’ বা ‘সিক্তকরণের দোয়া’ করার পাশাপাশি সম্মিলিতভাবে জামাতে দুই রাকাত ‘সালাতুল ইসতিসকা’ নামাজ আদায় করার বিনীত অনুরধ জানাচ্ছি।

লেখক : নাইম আবদুল্লাহ, কলামিস্ট ও সিডনি প্রবাসী সাংবাদিক

 

avertisements