avertisements
Text

প্রধানমন্ত্রীর কাছে একমাত্র ভাই হত্যার বিচার চান অস্ট্রেলিয়া প্রবাসী বোন

| প্রকাশ: ২৫ এপ্রিল, বুধবার, ২০১৮ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

সিলেটের মৌলভীবাজারের দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি হত্যার ৫ মাস পেরিয়ে গেলেও ধরা-ছোঁয়ার বাইরে রয়েগেছে মূল আসামীরা, বরং গ্রেপ্তারকৃতরা ও জামিন বেরিয়ে যাচ্ছে । ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে গত বছরের ৭ই ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের ফটকের সামনে হত্যা করা হয় মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী শাবাব এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাহিদ আহমদ মাহিকে।

এ হত্যাকান্ডের দু’দিন পর ৯ই ডিসেম্বর নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই জোড়া খুনের ঘটনায় মৌলভীবাজারের সর্বত্র আলোড়ন সৃষ্টি করে, সামাজিক মাধ্যমে ঘুরে ফিরে মাস জুড়েই আসে মাহি এবং শাবাবের কথা। স্কুল ড্রেস পড়া নাহিদ আহমদ মাহির ফেইসবুক প্রোফাইল ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। স্কুল পড়ুয়া ছেলে রাজনৈতিক হত্যার শিকার তা মানতে পারেনি সচেতন মহল।

মামলার এজাহারভুক্ত আসামীরা

পুলিশ এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত তিন জনকে গ্রেফতার করে এবং আরেক আসামী আরাফাত রহমান আদালতে আত্মসমর্ণপন করেছে। এ পর্যন্ত এই মামলায় গ্রেফতারকৃতরা হলেন- কনক, আল-জামিল ও রুবেল মিয়া। ২নং আসামী আরাফাত রহমান আদালতে আত্মসমর্ণপন করেছেন। ৮নং ও ৫নং আসামী অপ্রাপ্ত বয়স্ক থাকায় আদালত ওই দু জনকে ঢাকা গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়েছে। বাকী দুই জনকেই মৌলভীবাজার কারাগারে রাখা হয়েছে।তবে মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী আনিসুল ইসলাম তুষার এখনও গ্রেফতার হয়নি, সে আগে থেকে দুটি হত্যা মামলার আসামি।

নিহত মোহাম্মদ আলী শাবাবের অস্ট্রেলিয়া প্রবাসী বোন জান্নাত ফাতেমা সাফ্ফাত জানান গ্রেফতারকৃতদের মধ্যে একজনের জামিন হয়ে গেছে। ঘটনার ৫ মাসেও মূল আসামিরা ধরা না পড়ায় এবং পুলিশ ও বর্তমান ক্ষমতাশীল দলের নেতাদের ভুমিকা তিনি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।তিনি আরো জানান আসামিরা বিপুল পরিমানে অর্থ খরচ করে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

জান্নাত ফাতেমা সাফ্ফাত কান্না জড়িত কন্ঠে বলেন, সরকার যেহেতু প্রবাসীদের বিভিন্ন বিষয়ে অগ্রধিকার দিচ্ছে তেমনিভাবে তাদের স্বজনদের হত্যাকারীদের বিচার ও দ্রুত করা উচিত। তিনি অবিলম্বে তার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যান মন্ত্রী, বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে শাবাব-মাহি’র হত্যাকারীরাদের বিচারের দাবীতে তার কানাডা প্রবাসী আরেক বোন একটি অনলাইনে পিটিশন আহবান করেছেন ( https://www.change.org/p/riffat-nuerin-justice-for-my-brother-shabab-his-friend-mahi?recruiter=342237091&utm_source=share_petition&utm_medium=facebook&utm_campaign=share_for_starters_page) । তারা সকলকে পিটিশনে স্বাক্ষর করে এই নির্মম হত্যাকান্ডের বিচারের দাবীতে শরিক হওয়ার আহবান জানান।

 

avertisements