avertisements
Text

শেখ হাসিনার সফর উপলক্ষে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের মত বিনিময়

| প্রকাশ: ২১ এপ্রিল, শনিবার, ২০১৮ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

অস্ট্রেলিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর এবং ২৮ এপ্রিলের  গণসংবর্ধনা  সাফল্যমন্ডিত করার সংকল্প ব্যক্ত করলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ  ও  তাদের সমমনা  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। একইসঙ্গে এই সফরের সময় দেশের সম্মান ক্ষুন্ন করে এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে অস্ট্রেলিয়ার  বিএনপি-জামাত জোটের নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়। এই সময় যে কোন  ধরনের অপ তৎপরতাকে আইনী প্রক্রিয়ায় রুখে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করা হয়।মতবিনিময় সমাবেশের নেতৃবৃন্দ বিশেষভাবে উল্লেখ করেন যে, ‘শেখ হাসিনা বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী  তাই তাকে গণসংবর্ধনা জানানোর মধ্য দিয়ে মূলত: প্রিয় মাতৃভূমির ইমেজকেই মহিমান্বিত করা হবে ।’


আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ও বিশিষ্ট আইনজীবি সিরাজুল হকের সভাপতিত্বে এবং যুুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলী শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ রতন কন্ডু,  আওয়ামী লীগ সিডনি  শাখার সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা,  আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ , আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুসব,  সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল,  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া আল মামুন স্বপনআওয়ামী লীগ সিডনি শাখার যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার তারিক হাসান লিপু, সহ সভাপতি জহির উদদীন. সরকার, সহ সভাপতি আলতাফ হোসেন লাল্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, এম এ গনি প্রমুখ।


সভাপতির বক্তব্যে সিরাজুল হকে বলেন,  জননেত্রী শেখ হাসিনার দেখা পাওয়ার জন্য  অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা উদগ্রীব ।তারা  প্রধানমন্ত্রীকে যে কতটা ভালবাসেন, তার প্রমাণ সংবর্ধনার মাধ্যমে দেয়া হবে।

মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগ সিডনি শাখার সাংগঠনিক সম্পাদক আইজিদ আরাফাত অরুপ অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগের সভাপতিদের হাতে  বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর  ছবি তুলে দেন। 

অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সহ , আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী উপস্হিত ছিলেন।,

প্রসঙ্গত ২৬ থেকে ২৮ এপ্রিল সিডনিতে অনুষ্ঠিত  ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সভায় অংশ নিতেই  অস্ট্রেলিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে তারা প্রধানমন্ত্রীকে বেশ বড় পরিসরে গণসংবর্ধনা দেওয়ার  জন্য প্রস্তুতি শুরু করেছে তারা।  আগামী  ২৮ এপ্রিল সন্ধ্যা ছয়টায় সোফিটেল সিডনি ওয়েটওর্থ হোটেলে এই  গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে ।

avertisements