avertisements
Text

কাসেম সোলায়মানির হত্যাকাণ্ড এবং ইরানের যা করনীয়

| প্রকাশ: ৫ জানুয়ারি, রবিবার, ২০২০ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

ইরানের সাথে একা লড়াই করে জেতার ক্ষমতা হারিয়ে ইসরাইল অনেক বছর ধরে চেষ্টা করে আসছিল যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানকে ঘায়েল করার। ওবামাকে দিয়ে একাজটি করাতে না পেরে নেতানিয়াহু ওবামার ওপর ভীষণ চটে গিয়েছিল।

এখন ইসরাইল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের মোটা মাথাকে কাজে লাগাচ্ছে। দেশে দেশে প্রক্সি যুদ্ধ চালিয়ে ইরান বর্তমানে ইরাক,সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং ইয়েমেনে নিজের অবস্থান সুসংহত করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান এ ব্যাপারে ইরানকে যথেষ্ট সহায়তা করেছে। ইরান-চীন-রাশিয়া এই ত্রিশক্তির সহাবস্থানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন তলানিতে এসে ঠেকেছে। এতদিন ধরে গৃহীত যে কৌশলে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিটি যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে চলেছে, কাশেম সোলায়মানির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সেই কৌশল পরিত্যাগ করে ইরানের যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পরা তার চিরশত্রু ইহুদিবাদী ইসরাইলকেই সবচেয়ে বেশি লাভবান করবে। ইরানের প্রতি সহানুভূতিশীল প্রতিটি মানুষ এই সংকটময় পরিস্থিতিতে ইরানি শাসকদের কাছ থেকে সবচেয়ে দূরদর্শী সিদ্ধান্তই প্রত্যাশা করে।

লেখক : শাহীনূর রশিদ, কবি ও শিক্ষক

avertisements