avertisements
Text

সুরাইয়া আলমগীর বনলক্ষী

মনের আকাশ!

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ৮ জুলাই, শনিবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

মন যদি হয় উদার আকাশ খানির মতো সীমাহীন বৃষ্টিস্নাত
হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে মেঘে ভরে যে
অশ্রু বর্ষা জাগাও তুমি
নিবিড়ে থেকে ও জেনে।
হৃদয় জুড়ে যত ভালোবাসা
তোমাকে দেবো ভেবে।
যখন দেখি তোমায় আমি অনেক কাছে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
কত কথা বলে যাই
সাজিয়ে নিজের মতন
তাতে কি আর জীবন চলে
জীবনটা যে অন্যরকম।
ভালোবাসা এক নির্মল নদীর নাম
শান্ত দীঘির মতো পেতে রাখা আঁচল
তবুও কেউ চলে যায় ছেড়ে
রেখে যায়  সমস্ত স্মৃতির অব্যক্ত কোলাহল
বুকের বাঁ পাশে এত বড় নদী
তবুও যেন হৃদয় মন পিপাসায় মরে।

​​​​​

avertisements