avertisements
Text

বনলক্ষী আলমগীর

পাথুরে ফুল

বেগম সুরাইয়া আলমগীর | প্রকাশ: ১৯ মে, শুক্রবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

আমি সব কষ্টের মুখোমুখি হতে চাই
আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি
দৃঢ়চেতা অকুতোভয় নির্ভীক এক আমি।

আমি মানবতার কবি আমি সাম্যের কবি
অদম্য মনোবলে বলিয়ান আমি।
বর্ণ বৈষম্যে ম্যান্ডেলা হতে চাই আমি।
চেতনায় তারুণ্যোর প্রতীক চেগুযেভারা হতে চাই।

আমি হতে চাই কালো মানুষের অদম্য সাহসী
কবি মৃত্যুহীন প্রাণ
বেঞ্জামিন মলয়েসি।
হতে চাই হার না মানা নিগ্রো ভাই পলরবসন।

আমি হতে চাই গণ মানুষের সংগ্রামী কণ্ঠস্বর ফকির আলমগীর

ধর্ম বর্ণের উর্ধ্বে আমি লালন হব।
চেতনায় দৃঢ় মনোবলে বাঁশের কেল্লার 
সাহসী তীতুমীর হব এ বাংলায়
বঙ্গবন্ধুর সাহসী মন্ত্রে উজ্জীবিত হয়ে ৭১ এর
বণাঙ্গনের মুক্তিযোদ্ধা হব ।

ধানসিঁড়ি নদীর তীরে বার বার আসিব
আমি এ বাংলায় স্বদেশীকতার চেতনার।
বিজয় নিশান ওড়াতে
আমি দ্রোহে হব নজরুল
এক হাতে মম বাঁশের বাঁশরী
আর এক হাতে রণ তূর্য

আমি প্রেমে হব রবীন্দ্রনাথ।।
আমি এক সাহসী মুক্তিযোদ্ধা
নিষফলা কঠিন মরু্র বুকে 
আমি দুর্লভ পাথুরে ফুল ফোটাতে চাই
মুকুন্দ হয়ে গানে গানে জাগরন ঘটাতে চাই।
প্রীতিলতা হয়ে বাংলার ঘরে ঘরে 
ঠাঁই করে নিতে চাই বাঙালি হৃদয়ের মনিকোঠায়।

avertisements