avertisements
Text

বেগম সুরাইয়া আলমগীর

ডিজিটাল বধূ

বেগম সুরাইয়া আলমগীর | প্রকাশ: ১ এপ্রিল, শনিবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

আধুনিক যুগের এক ডিজিটাল বধূ আমি
যৌথ পরিবারে অনীহা আমার।
একক পরিবারে বসতিতে স্বাচ্ছন্দ্য আমার।
নিজে খেয়ে পড়ে স্বামী সন্তান নিয়ে বসবাস করে তৃপ্তি পাই যে আমি বড়।
স্বামীর স্বজন, পল্লীগ্রামের নিকটজন চোখের বালি যে আমার।
সপ্তাহে আহার করি কালেভদ্রে আমার নিবাসে।
বাকি দিনগুলি দামী দামী রেস্তোরাঁ, ফুড পান্ডা এসবে অভ্যস্ত যে আমি।
আমার আমি কে নিয়ে ব্যতিব্যস্ত যে আমি
পরের খবর রাখিতে আমার বাধে  যে বিবেকে।
ক্রেডিট কার্ডে বিল করি যে মিটমাট।
কখনো দুবাই, কখনো থাইল্যান্ড, কখন ও 
ঘুরে বেড়াই সিঙ্গাপুর ইচ্ছেমতো করি যে শপিং
বাধা দেয়ার নেই যে কেউ, নেই যে পিছুটান।
আমি যে ডিজিটাল বধূ  অভিলাসী মন আমার 
নাটাই আছে আমার হাতে, স্বামী আমার 
শৃঙ্খলে,দাসত্বে বন্দি যে আমার কাছে।
ঘন ঘন চড়ি উড়োজাহাজ দাপুটে আমি কখনো মার্সিটিজ, রোলস রয়েস, লিমোজিন এ চড়া কোন ব্যাপারই না আমার।
আছে ডিশ ওয়াশার,ওয়াশিং মেশিন ডিজিটাল কতো যন্ত্র।
 আমি একমুক্ত বিহঙ্গ।
 করি যে স্বপ্নের ঘরে বসবাস।
 কতো আসবাব, কতো দামী - জিনিষে পূর্ণ যে 
 আমার এই ডিজিটাল সংসার ।
 আমি কারো করিনা জবাব দিহি অবাধ স্বাধীন যে আমি।
 আমি পরম সুখী এই ধরণীতে
 সব চাহিদা যে বন্দী আমার৷ হাতের মুঠোয়
 আমি যে তাই এক সুখী ডিজিটাল বধূ।

avertisements