avertisements
Text

বাংলাদেশ হাইকমিশন সরাসরি পাসপোর্ট দিচ্ছে মালয়েশিয়ায়!

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১৩ জুলাই, বৃহস্পতিবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশীরা। আর এই ব্যবস্থাকে চলমান রাখতে জোড় দাবি জানিয়েছেন প্রবাসীরা।

মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ প্রোগ্রাম রিক্যালিব্রেশন ২.০ কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি আমপাং অফিস থেকে পাসপোর্ট প্রদানের উদ্যোগ নেয়া হয়। 

প্রবাসীরা বলছেন, এই মুহূর্তে এমন একটি ঘোষণা খুবই প্রয়োজন ছিল। শুধুমাত্র পাসপোর্টের কারণে অনেক প্রবাসীর ইমিগ্রেশনের ফিঙ্গার প্রিন্টের তারিখ দিলেও তারা যেতে পারছিলেন না, অন্তত সেসব প্রবাসীরা এবার উপকৃত হবেন।

হাইকমিশনের প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা উইং প্রধান মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি বলা হয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার ও শনিবার যথাক্রমে ১৪ ও ১৫ জুলাই ২০২৩ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাসপোর্টের স্লিপ গ্রহণ এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিতরণ করবে জালান বেসার, পেকান আমপাংয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন (পাসপোর্ট) অফিস।

যারা পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদন করেছেন তাদেরকে পোস্ট অফিস থেকেই নিতে হবে। 

তবে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী অভিযোগ করে বলেন, পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত ৪-৫ মাস সময় লেগে যায়। তারা বলছেন, অ্যাম্বাসিতে পাসপোর্ট আসার পর শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি নিতেই ১৫-১৬ দিন সময় লাগবে। পাসপোর্ট পৌঁছানো ও বারকোড দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো পোস্ট অফিস পাসপোর্ট প্রদান করে না।

মালয়েশিয়া সরকারের বৈধকরণের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশনে ফিঙ্গারের নির্দিষ্ট তারিখ দিলেও পাসপোর্ট না থাকার কারণে ফিঙার প্রিন্ট দিতে যেতে পারছেন না অনেকেই। এজন্য প্রবাসীদের সুবিধার্থে অন্তত সপ্তাহে দুই দিন হলেও যেন সরাসরি পাসপোর্ট প্রদান করে সেই জোড় দাবি জানান মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।

avertisements