avertisements
Text

সিডনিতে '৯১ অস্ট্রেলিয়া‘র মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ জুন, বুধবার, ২০২৩ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে ১৯৯১ সালে এসএসসি উত্তীর্ণকারীদের নিয়ে ২০০০ সালে অস্ট্রেলিয়ায় একটি ভার্চুয়াল গ্রুপ '৯১ অস্ট্রেলিয়া' প্রতিষ্ঠিত হয়। 

এই উদ্যোগের সাথে ছিলেন সৈয়দ বাকের ও মিথেল চাকমা। পরবর্তীতে ন্যানসী ব্যারেল, তানিম হায়াত খান রাজিত, সাদেক চৌধুরী, হার্বাট  বিশ্বাস, শায়লা নেওয়াজ সীমি বিভিন্ন দায়িত্বে অগ্রনী ভূমিকা রাখেন। ক্রমে ক্রমে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পায়, সংযুক্ত হয় অনেক সুধীজন। 

এই ধারাবাহিকতায় গত ১৭ জুন (শনিবার) ২য় বারের মত ৯১ অস্ট্রেলিয়া এর একটি মিলনমেলার আয়োজন করা হয়। এই মিলনমেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী আয়োজনে ছিল মন খুলে আড্ডা, মধ্যাহ্নভোজ ও সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন। বিশেষ ভূমিকা রাখেন ন্যানসী ব্যারেল, তানিম হায়াত খান রাজিত, আসিক সূজন, সাকিনা আক্তার, ওয়াহিদা পারভিন জলি, মৌমিতা চৌধুরী শুভ্রা মুস্তারীন প্রমুখ। 

উপস্থিত ছিলেন ফরিদা আক্তার ঝুমা, কবিতা রোজারিও, ইসহাক হাফিজ , সৈয়দ আকরাম উল্লাহ, ফেরদৌস রোমেল হাসান, এলিজাবেথ বাড়ৈ, আবু জাহেদ, হাসিব ইকবাল ড্যানী, সৈয়দ বাকের, জসীম উদ্দিন, হাসিব চৌধুরী, জাভেদ মিয়াঁদাদ, আবদুল খান রতন, আসিফ রনি, মিল্টন রহমান, সোয়েব মুহাম্মদ প্রমুখ। এছাড়াও পরিবারসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

সুধীবর্গ প্রাণবন্ত এই আয়োজনটি আগামীতে নিয়মিত অন্ততপক্ষে প্রতি তিন মাসে একবার আয়োজনের প্রত্যাশা ব্যাক্ত করেন।-প্রেস বিজ্ঞপ্তি

avertisements