avertisements
Text

চ্যাম্পিয়নস লিগ

১৪ বছর পর শেষ আটে আর্সেনাল

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১৩ মার্চ, বুধবার, ২০২৪ | আপডেট: ৩ মে, শুক্রবার, ২০২৪

পেনাল্টি শুটআউটের ভাগ্য পরীক্ষায় পোর্তোর বিপক্ষে জিতে ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আর্সেনাল। মঙ্গলবার (১২মার্চ) রাতে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি।

এর আগে প্রথম লেগের খেলায় ১-০ ব্যবধানে জিতেছিল পোর্তো। ফলে শেষ আটের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতেছে মিকেল আর্তেতার দল।

স্বাগতিকরা পেনাল্টিতে প্রথম চার শটেই গোল করে। অন্যদিকে পোর্তোর ওয়েন্ডেলের শট লাগে পোস্টে। এরপর আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া ব্রাজিলিয়ান গালেনোর চেষ্টায় বাদিকে ঝাপিয়ে পড়ে আটকে দিলে ৪-২ ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়।

এর আগে অতিরিক্ত সময় খেলা হওয়ার পরও আর্সেনাল ১-০ গোলের বেশি ব্যবধান বাড়াতে পারেনি। ৪১ মিনিটে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। এরপর পোর্তো প্রতিরোধ গড়ে তুললে ১২০ মিনিট পর্যন্ত গড়ায় ম্যাচ। তাতেও ব্যবধান না বাড়লে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

avertisements